পুজোর উপহার
প্রিয় কানাইদা, “-তোমাদের সবার কি পুজোর জামাকাপড় কেনা হয়ে গেছে?” প্রশ্নটা করেছিলাম ক্লাস থ্রির বাচ্চাদেরকে। কেউ কেউ বলল, ‘হয়ে গেছে,’ কেউ বলল, ‘কিনব,’ কিন্তু কয়েকজন কোনও উত্তর দিল না। বার বার জিজ্ঞেস করাতে বলল, ‘কিনব না।’ ‘কেন কিনবে না?’- কোন উত্তর নেই। আমিও নাছোড় বান্দা। অবশেষে পাশের বেঞ্চ থেকে কয়েকজন ছাত্র-ছাত্রী আমাকে ব্যাখ্যা করে বুঝিয়ে…